যতই বড় হোকনা জীবন
               কর্ম তারো বড়,
জীবন প্রভাতে প্রদীপ তুমি
              জ্বালতে শুরু কর।
দীপের স্নীগ্ধ আলোক ধারায়-
                ঘোচাও অন্ধকার,
জনের মনের শক্তি সাহস
                 বাড়াও দূর্ণিবার।
তোমার দীপের পরসে জ্বলুক,
               হাজার হাজার বাতি-
তোমার উদার নীতি জাগাক
                মানব প্রেম ও প্রীতি।
একে অপরের দ্বেশ হিংসার
                  সমাধী প্রদীপ জ্বালো,
নইলে মোদের মানব জনম
                    সফল নাহি হোলো।