ছূট্ ছূট্ ছূট্ ছুটন্ত-
খূধীত শিশু ঘুমন্ত!
ওর জন্যেই বাঁচনা রে তুই  
রাখনা তারে জীবন্ত।


খোঁজ খোঁজ খোঁজ অন্ন-
ক্ষূধীত শিশুর জন্য,
দু-এক টাকা দেন কতিপয়-
বাকিরা সবাই বন্য!


শীতে কাঁপছিস, ঠক্ ঠক্
কাশছে খোকা, খক্ খক্
শীতের পোশাক কোথায় পাবি?
বুকের ভেতর ধক্ ধক্!


থাকবি কোথায়, স্টেশনে?
জায়গা পাবি কেমনে?
পুলিশ কর্মী পিটিয়ে তোরে!
পাঠাবেই দেখ, বৃন্দাবনে।


অন্ন -বস্ত্র -বাসস্থান-
রক্ষে জীবন, বাঁচায় প্রান-
পায়রে সারা জগৎ জোড়া,
তোর উপরেই নাইরে দান!