বাহিরে তোমায় না হেরিয়া,
             চক্ষু মুদি আমি-
দেখি ,সেথায় অন্তলোকে ,
              আপন আভায় তুমি।


কর্ম মাঝারে বিফল হৃদে,
         যদিবা হতাশা বয়-
তোমার ভরসা, স্কন্ধে আমার
           বন্ধুর মতো রয়।


দুখের দিনে অবহেলে,
       সকলেই যায় ফেলে-
শূধূই তোমার ছায়া, আমার
        পিছনে পিছনে চলে।


দুদিনের এই জীবন দোলায়,
      ভাষছি মোরা একই ভেলায়-
ডুবতে হলে, ডুববো মোরা
    একি সাথে, মিলে দুজনায়।