বুড়ো বয়সে পাড়ার দাদু,
           আবার বিয়ে করে-
তাই না শুনে প্রথম বুড়ি
              জ্বলে পুড়ে মরে!
তখন এমনি কি আর হাসি?
          হাসি পেলেই হাসি।


মন তিনেকের ভুড়ি নিয়ে,
         থালুক থালুক চলে-
ভুড়ি কমানোর লক্ষ্যে দাদু,
     নাতিদের সাথে খেলে !
তখন এমনি কি আর হাসি?
        হাসি পেলেই হাসি।


দাদুর আবার ইয়ং হবার,
             স্বপ্ন জেগেছে-
তবড়া গালে তাইতো দাদু,
              মলম ঘসেছে।
তখন এমনি কি আর হাসি?
          হাসি পেলেই হাসি।


দুই সতিনের তুমূল তর্কে,
      আসেনা পাড়ায় কাক-
চিন্তায় চিন্তায় দাদুর মাথায়-
        পড়ল বিশাল টাক!
তখন এমনি.................
................................