কোথায় মাগো হারিয়ে গেলে?
          পাইনা তোমায় খুঁজে,
খুঁজতে- খুঁজতে পথ ভুলে যাই-
           আঁখি জলে যায় ভিজে!
মা মা বলে ডেকেই বেড়াই,
            শুনেও শোনোই না;
তুমি না এলে দেখো মাগো,
               কিছুই খাবো না।
দুষ্টুমিটা কমিয়ে দেব
              আসলে তুমি ফিরে,
সকাল বিকাল শুনবো কথা
                 বেড়াব তোমায় ঘিরে ।
বলছে বাবা হারিয়ে গেছ,
           দূর তারাদের ভিড়ে-
সেখান থেকে আর কোনদিন
            আসবেনা তুমি ফিরে।
বিশ্বাস মোটে হয়না আমার,
            তুমি না আমার মা!
আমায় ভুলে নিরব তুমি,
             থাকতে পারোই না।
তারা যদি হয়েই গেলে,
            থেকোমা রাতের পরে ;
সাঁঝের বেলায় বলব কথা-
               মনের সাধ টি পুরে।
বলব আমি লোককে ডেকে,
           বৃথা দোষ দাও শত;
হারায়নি মা তেমনি আছে,
             দশটা মায়ের মত।