ধক্   ধক্   ধক্   ধকপকিটা
           চলছে জনম থেকে,
থামবে সেদিন-যেদিন সবাই
         ঘুমোবে মরণ শোকে।


শন্  শন্  শন্   ফুসফুসিটা
          শ্বাস প্রশ্বাস নিচ্ছে,
এক নিয়মেই চলে সেটা
            প্রানের জানান দিচ্ছে।


নিয়ম মেনে সময় মতো
       খাওয়া দাওয়াতো চলছে,
অন্য সকল নিত্য-ক্রিয়াও
       নিত্যে  নিত্যে হচ্ছে।


এমনি অনেক কর্ম ধারা
       শরীর করে চলে,
বিশ্রাম কভু নেই যে তার
       অবিরাম করে চলে।


শরীরের সাথে পাল্লা দিয়ে
        মনের কাজ ও ছোটে,
বাইরের যত কাজের ঝামেলা
        মনের ভাগ্যে  জোটে।


মন কাজ করে চালকের মত
         শরীর টা হয় যান,
হাতে-হাত ধরে কাজ করে যায়
         নাই কোনো অভিমান।