সমাজে যখন স্বার্থপরতা
      মাথা চাড়া দিয়ে ওঠে,
ন্যায় অন্যায় না দেখে মানুষ
       বিষয়ের পানে ছোটে।
তোমারে দেখিনা তাদের মাঝারে
         বিলিন হয়ে যেতে,
আপন আভায় জেগে রও তুমি
          কলুষিত পৃথিবীতে।


ক্ষীণ হয়ে আসা সজনানুরাগ
          ভেঙে যায় অভিমানে,
সমাধান দূত হয়ে আস তুমি
            ফেরাও আবার টানে।
নেশা গরলের অতল গহ্বরে
           কেউবা পতিত হয়,
তুমি বাহুবলে বাঁচাও তারে
           দাও তারে নির্ভয়।


কখনো তুমি বোন হিসেবে
           সামনে আমার থাক,
দুষ্টুমি আর আবদারেতে
           ঘরটা ভরিয়ে রাখ।
কখনো আবার জননী রূপে
           শাসন করো মোরে,
সুপথ দেখাও,  উৎসাহ দাও
           স্বজন মনে করে ।    


আসলে তুমি বন্ধু আমার
          আলাদা সবার থেকে,
ভরসা যোগাও, মনে বল দাও
           এক সাথে যেতে যেতে।
চিরদিন তুমি এই ভাবেতেই
           আমার পাশে থাক,
বন্ধুত্বের এই বন্ধন
              অটুট করে রাখ।