শীতকালে এই সকাল বেলা
সাদা কুয়াশায় ঢাকা,
নয়ন মেলে যেদিকে চাই
       সাদার প্রলেপ দেখতে পাই,
ভোরের রবিও দেবেনা দেখা
না হলে এরা ফাঁকা।


টিপ্ টাপ্ টাপ্ শিশির গুলি
গাছের থেকে ঝরছে,
যেনবা শীতের শৈত্য পরে
     বৃক্ষের আঁখির অশ্রু ঝরে,
অবিরাম সেই অশ্রুধারা,
গাল বেয়ে ঝরে পড়ছে।


শীতের গুতোয় লেপে মোড়া রবি
উঠতে দেরি করে,
উঠল পরে চাদর গায়
      ধোয়াটে বরণ আবছায়ায়,
বাড়লে বেলা চাদর খুলে
কর্মে লেগে পড়ে।


বেলা বাড়লে শীতের দাপট
ক্রমেই বাড়তে থাকে,
উত্তরে হাওয়া কাঁপন লাগায়
        দাঁতে দাঁত লেগে ঠকঠকি যায়,
দুপুর বেলার স্নানের ভয়টা,
ঘিরেই ফেলে পাকে।


এত যাতনা সয়েও তবু
শীতকেই ভালবাসি,
বাজার ভরা সব্জি রাশি
     বাগানে শতেক ফুলের হাসি,
ক্লান্তি বিহীন কর্ম মাঝারে,
সহজেই যাই ভাসি।