মম প্রাণের পেয়ালা ভরে যায় গো
      সুরের মূর্ছনায়
          সুললিত মধুবায়।


কি মধূর সুর আসে
        আকাশ বাতাস ভাষে,
বন বনানী ফুল কাঞ্চন  
       সুরভিত গীত গায়।।


মরমেতে ছুয়ে যায়,
কোন সুর তারে পায়?


হৃদয় বীনার তারে
       নব সুর ধারা ঝরে,
যেন সহসা প্লাবন জোয়ারে
       ভাসায়ে নিল তায়।।