সারাটা জীবন চেয়েই গেলি
          পেলিরে কিছু কিছু,
সেই পাওয়াটাই ছোটালো তোরে
           অর্থের পিছু পিছু।


অর্থ নেশায় ভুলে গেলি তুই
           জীবনে আরাম গুলি,
কষ্টে শিষ্টে বেঁচে রইলি
           ছেড়া চটিতে চলি।


টাকার পরে টাকার পাহাড়
           জমলো রাশি রাশি,
ওতেও যে তুই নয়তো খুশি
          চাস আরো বেশি বেশি।


স্বজনেরা সব বেজার হোলো
          তোরযে খেয়াল নেই,
খুশি হোস তুই যেকোনো বিদায়
          কমে সমে মিটলেই।


তিন কাল গিয়ে ঠেকল শেষে
         বলনা এখন তুই,
এত ক্লেশ সয়ে সাধ হয়না
          একটু আরামে রই?


এত সাধে গড়া ধন-দৌলত
        কিছুই পাবিনা তুই,
তুই গেলে পরে ভাগ বসাবে
        তোর ছেলে-মেয়ে দুই।
          
ডাক এলে তোর যেতেই হবে
        ফেলে এ সোনার বাটি,
মরন শেষে রইবে শুধু
       সাড়ে তিন হাত মাটি ।