গৌরাঙ্গের ভোজন সভা
       সকাল থেকে চলছে,
ধীরে ধীরে লোক সমাগম
       সভার উপর ঢলছে।


রকমারি ভরা আহারের স্বাদ
        সবার জিভেতে আছে,
অঢেল খাবার, যতখুশি খাও
          বাদ মাংস মাছে।


এমন সভায় মাধাই খুড়ো
         পড়ে কি আর বাদ?
এমন ভোজে পেট ভরাবেন
         কতো দিনের সাধ।


দেরী না করে তাড়াতাড়ি যান
          না রেখে দ্বিধা দ্বন্দ্ব,
এরই লাগি গত দুদিনের
         খাওয়া দিয়েছেন বন্ধ।    


পাড়ায় কাকার খাদক হিসেবে
        বেশ নামডাক আছে,
খাননা, এমন খাদ্য কিছু
         নেই যে কাকার কাছে।


ডাল চচ্চড়ি ভাজা চাটনি
    পরিমাণ মত খেয়ে,
রাগটা শেষে পড়ল মিষ্টি
       হাড়ির উপর গিয়ে।


তিন তিনখানা মিষ্টির হাঁড়ি
          সংখ্যা একশ কুড়ি,
নিমেষের মাঝে হজম হোলো
         এয়সা কাকার ভুড়ি।


ওজন খানা বাড়ল এমন
        চলতে কি আর পারে,
চার চারজন কাঁধে করে
         পৌছে দিল ঘরে।