ছোট্ট সোনার লাট্টু খানা
        বন্ বন্ করে ঘোরে,
ঘোরার চোটে গর্ত জাগে
          উঠোন খানা ভরে।


এত্তোখানা গর্ত দেখে
      ছোট্ট সোনা বলে,
একটা পুকুর খুঁড়তে পারি
      দশটা লাটিম দিলে।
        
বিকেল বেলায় ছোট্ট সোনা
        ঘুড়ি ওড়ানোর ছলে,
কট্ কট্ করে কয়টা ঘুড়ির
       সুতোই কেটে ফেলে।


খোকা বলে হাতে এমন
        দশটা ঘুড়ি পেলে,
আকাশ মাঝে ভেসে ভেসে
        ঘুরতাম অবহেলে।


এমনি খোকার দস্যি পনা
       ক্রমেই বাড়তে থাকে,
তবুও খোকাই বড় হয়ে
       ঘোরাবে বিশ্ব টাকে।