বিদ্যে বোঝাই বিজ্ঞ মশাই
        বিদ্যে নিয়েই থাকে,
রান্না করার আবেগ হঠাৎ
        চেপেই বসে তাকে ।


গিন্নি এসে বলল ওগো
        ক্ষান্ত দাও তুমি,
ওসব কিগো তোমার কম্ম
        ওই সবেতে আমি।


কত্তা বলেন ধ্যাত তেরিকা
       এইটা পাতি ব্যপার,
এই দেখনা ভাত চাপালাম
       তৈরি করছি খাবার।


খানিক বাদে টকবগিয়ে
        ফুট উঠল ভাতে,
অমনি গভীর চিন্তা এসে
       ঘিরেই ফেলে তাকে।


খানিক সময় হিজি বিজিয়ে
        আঁক কষল বসে,
জটিল প্রশ্ন সমাধান করে
       ফিরেই এল শেষে।


ফিরে হাঁড়ির দৃশ্য দেখে
      বাবু হয়েছেন থ,
ফ্যানে ভাতেতে একাকার হয়ে
        ঘেটে হয়েছে ঘ ।


গিন্নি বলেন করবে কি আর
       চিনিই দিয়ে দাও,
পায়েশ ভেবে নিজের জিনিস
      নিজেই তুমি খাও।