শীত কালেতে কনকনিয়ে
        ঠাণ্ডা পড়েছে বেশ,
দাদু নাতিতে রৌদ্র পোহায়
        পেয়েছে সুখের রেস।


আশি পঁচাশি দাদুর বয়স
         কোনক্রমে আছে টিকে,
পেশিতে হাড়েতে রোগেতে ভর্তি
         বাঁচবার আশা ফিকে।


দাদু বলেন পান চিবোবার
       ইচ্ছা জাগে ভারি,
নইলে বোধয় এই শীতেতে
         কেটেই যেতে পারি।


ভাবল নাতি বুড়োটা এখন
          পটল যদি তোলে,
এই শীতেতে নেড়া করাতে
         কেউ যাবেনা ভুলে।


তারচেয়ে বাবা পান এনে দিই
         মিষ্টি জড়দা মেখে,
মরতে হলে মরুক বুড়ো
         গরম কালটি দেখে।