ভীষণ কড়া প্রলয় বাবু
           হুঙ্কারে দেন রাশ,
চোখ রাঙিয়ে দাপিয়ে বেড়ান
         স্কুল ঘরে বার মাস।


টকটকে লাল চোখগুলো দেখে
          ভয়টা বড়ই লাগে,
আসলে যে তার ঘুমের বাতিক
          বুঝবো কেমনে আগে?


সেদিন ক্লাসে ঢুকেই তিনি
         রাসখানা দেন ছুঁড়ে,
পড়া না হলে চড়খাবি আর
         কানগুলো দেব মুড়ে।


চিৎকার করে যে যার পড়া
          মাথার মাঝে গুঁজে,
চেয়ারে বাবু হেলান দিয়ে
          চোখ দুখানা বুজে।


খানিক বাদেই ঘড়ঘড়িয়ে
         নাক উঠল ডেকে,
এদিক ওদিক ঝক্কি খেলেন
        চেয়ার খানা থেকে।


শেষের বারের ঝক্কি ঠেলটা
       এমনি গেল বেড়ে,
হুড়মুড় করে চেয়ার শুদ্ধ
        গেলেন বাবু পড়ে।