তিড়িং বিড়িং দস্যি ভূতো
        নিজের মত চলে,
কিছু বললেই বেদ ও গীতার
        উপমা এনে তোলে।


যেখানে সেখানে ঘুরেই বেড়ায়
        মন নাইতো পাঠে,
দেখেই বাবা রেগে বলে,-
      ''গরু চরাবি মাঠে?''


ভূতোর জবাব,- ''গরু চরানো
       মোটেই দোষের নয়,
গরু চরিয়েই কৃষ্ণ প্রভূ
       বিশ্ব করেন জয়।''


একদিনতো গাঁজার ঠেকে
      চালায় গাঁজার রেস
বেঘোরে পড়ে বাপের হাতে
      পেটন খেল বেশ।


কেঁদে বলে,- ''গাঁজা-টাজাতো
      মহাদেবও টানে,
তবুও ভবের প্রভূ বলে
      সবাই তারে মানে।''


বাবা বলেন-''ফের বললে
      আবার খাবি মার,
সবার শুধু দোষ দেখেছিস
       গুন দেখেছিস কার? ''