বিল্টু দাদার তোতলামিটা
        চলতে কদিন পারে?
ত-ত করে কি যে বলে
       কেউ বুঝতে নারে।


সেদিন ট্রেনে টিকিট না কেটে
       সেই টাকাতে চানা,
টিটি এসে শুধায় বাপু
       দেখাও টিকিট খানা


অঙ্গ ভঙ্গি করল শুরু
       আ---আ--বলে,
পাগল নাকি? বলে টিটি
       তখন গেল চলে।


আবার যদিবা পাওনা দারেরা
        কখন আসে তেড়ে,
অমনি দাদার তোতলামিটা
        তেমনি যায় বেড়ে।


চালাকি করে ফাঁকি দিতে
      এককে বারে সিদ্ধ,
ত---ত--ত-ত  মুখে করে
      মন করেছে বিদ্ধ।