সাড়ে আটটা বেজে গেল,
সবাই কর্ম করে নিল,
আমার কখন হবে বলো?


সকাল থেকে সাধছি গলা,
দেরি হয়যে স্নানের বেলা,
রয়েছে আবার খাবার পালা।


সারাটা দিনের কর্ম যত,
আসতে থাকে অবিরত,
সামনে চলি সাধ্যমত।


তবুও কেন যে অন্য মনে,
অলস কর্ম সম্পাদনে,
নিয়োজিত হই সঙ্গোপনে।


সামলে উঠে আবার ধরি,
সাজাই কর্ম মেলার তরী,
সময়ের কাজ সময়ে করি।