কনকনে ঠাণ্ডা
           মরে যাই বাপরে,
এই বলে কেষ্টা
            ভড়ভড়ে হাপরে।


গলগলে সর্দি
           ঠ্যাংরূপে ঝোলেরে -
খনি রূপে নাকটা
           ঝেড়ে দেয় সজোরে।


পাতলা বা গাঢ় রূপে
           ঝেড়ে দেয় ফাঁকেতে,
সাদা-কালো কতরূপে
          শোভা পায় পথেতে।


দশ হাত অন্তর
           ঝেড়ে দেয় চরমে,
এই পথে গেছে সে
           লোকে বোঝে মরমে।


পথে চলা দায় হল
             কি যে করি হায়রে,
দেখে শুনে না চলিলে
             পায়ে লেগে যায়রে।