কই দাদা কোথা যান?
দোকানেতে বসে যান
কিবা চাও চা-পান,
চিনি নাই চলে যান।


ওরে ভাই শোন না
সুরে দিই বন্যা
শুনে সেই গান না
জুড়ে দিস কান্না।  


ঘুরে ফিরে খেয়ে যাই
তবে কিছু কাজ চাই
কোন কাজ পারি নাই
পরিশেষে গালি খাই।


বিধাতার পরিহাস
নাই কোন সিরিয়াস
লোকে বলে, কাট ঘাস
চাই যেতে বনবাস।