মাথায় যে তোর গণ্ডগোল
বাজাস কেন বলতো ঢোল?
উল্টো পাল্টা বাজিয়ে তালে
ঢাক ফাটিয়ে তুলিস বোল।


নাচের যে তোর নাইকো ছিরি
পেচিয়ে কোমর করিস ফেরি-
ধুনচি হাতে নাচতে গিয়ে
ছ্যাঁকার গুঁতোয় ডাকিস হরি।


হায়রে কালি ভক্ত হলি
মা মা বলে চেচিয়ে গেলি,
তুবড়ি খানা জ্বালতে গিয়ে
কাপড়টাকেই পুড়িয়ে দিলি!


তুইযে কেনে এমন করিস
হাসাতে লোকে হেসেই মরিস
গোমড়ামুখোর মনের গোড়ায়
হাসির মলম পালিশ করিস।