বসন্তের এই আগমনে
পড়ল সাড়া সবার প্রাণে
লাল পলাশে কৃষ্ণচূড়ায়
ভ্রমর আসি গুঞ্জরণে ।


এমন ভ্রমর তোমায় খোঁজে
তোমাতে মধুর আকর রাজে
আবির খেলার সেদিন এল
মন হারাবে তোমার মাঝে।


লাল আবিরের ললিত রঙে
দেবে তোমার মন রাঙিয়ে
সেই রঙেতেই রঙিন হয়ে
নিও তোমার মান ভাঙিয়ে।


সাজাবে তোমায় আপন করে
মেলাবে নয়ন লজ্জা ভরে
পরশে তোমায় শিহরিত হবে
নব জীবনের সূচনা পরে।


সঙ্গী আমার পরম প্রিয়
দুঃখ সুখে সঙ্গে নিও
পৃথির এসব রঙেরে ফেলে
আপন রঙেই রাঙিয়ে দিও।