অলস ভীষণ পল্টু ভায়া
      ঘুমোনোর ভাগ বেশি
করল চিন্তা চটুল ভাবে
       দেবের ধ্যানে বসি।

উচ্চস্বরে উচ্চারিল
        মন্ত্র শক্ত শক্ত
কাণ্ড দেখে দেবেরা ভাবে
       মস্ত বড় ভক্ত।

মর্তে নেমে বলেন প্রভু
      থামরে ওরে থাম
এমনি করে হাত বাগিয়ে
      ঝরাসনে আর ঘাম।

খ্যামতা লাগা কাজের মাঝে
        কাজেই ফেরা মতি
আমার বরে সকল খানে
         মিলবে রে উন্নতি।

পল্টু বলে একটা কথা
      বলছি প্রভু শোন
পেটটা বেড়ে হচ্ছে ভুড়ি
     ওটা বাড়েনা যেন।