অনেক দিনের পরে হাবুর
      এসেছে বিয়ের লগন,
প্রতিবেশীরা ভার নিয়েছে
       সাজাবে মনের মতন।


এমনি হাবু প্যাণ্ট ও জামা
       পরত বাছা বাছা,
সেই হাবুকেই মারতে হবে
       আজকে ধুতির কাছা।


শালি কুটুমের চাতুরিপনা
       বিবাহ সভাস্থলে,
যুক্তি করে পথের নীচে
       কলার খোসা ফেলে।


সবার ঝিলিক দেখতে হাবুর
      দৃষ্টি গেল চলে--
পথের নীচে দেখতে হাবু
      তখন গেল ভুলে।


তাইতো খোসায় পা টা ফেলে
      সকল কিছু ছাড়ি--
আছাড় খেয়ে খুললো ধুতি
      লাজের মাথায় বাড়ি।