হাইড্রোজেনে অক্সিজেনে
      করলো একি সৃষ্টি!
সেটার বিহনে মরবে,  আবার
      বাড়লে অনাসৃষ্টি।


বলছি রে ভাই,  জলের কথা
      আক্কেল কিবা বলো--
দুষ্ট বুদ্ধি মাথায় নিয়ে
     সব ভাসিয়ে দিলো!


ক'দিন আগে বেশ গরমে
       বলেছি তারে ভাই,
মাঝে মধ্যে একটু এসে
       শান্তি দেওয়া চাই।


অমনি বেটার যেই না আসা
      আর না যেতে চায়-
বৃষ্টি রূপে অঝোর ধারায়
      ডুবিয়ে দিলো হায়।


ডুবলো ফসল, পড়লো ঘর
      মরল চাষির ছেলে-
পায়ে ধরছি, থামরে এবার
      যা রে এখন চলে।