চলো ভাই মতিঝিল
    ঘুরে ফিরে আসি,
শান্তির পরিবেশ
     বড় ভালবাসি।


নানা সুরে গান গেয়ে
    উড়ে চলে পাখি,
সবুজের সমারোহে
    ভরে দুটি আঁখি।


পদ্ম ফোটায় ফুল
   এই ঝিল মাঝে,
নানা রঙে শোভা পেয়ে
  সাজে নব সাজে।


কত শত প্রজাতির
    তরু মিলে সেথা,
অরূপের গান গেয়ে
    রচে নব গাথা।


জুড়াবে দগ্ধ প্রাণ
   মৃদু সমিরণে,
সন্ধ্যা মুখর হবে
  সুখকর  গানে।


ফোয়ারার নৃত্যতে
   ভারি মজা পাবে,
ফিরে এসে মনে হবে
   ফের যাব কবে? ?