কাশের বনে সাদার ছোয়া
     হাওয়াতে দেয় দোল,
ঢাকিরা সবাই হেলে দুলে
     সজোরে বাজায় ঢোল।


নীল আকাশে যেথায় সেথায়
    শুভ্র মেঘের রাশি,
সবুজ মাঠের মিঠেল সুরে
    রাখাল বাজায় বাঁশি।


প্রকৃতি সাজে নতুন রূপে
   পাখিরা গাহে সুরে,
জাননা বুঝি আসছে পূজো
   মাত্র ক'দিন পরে।


মায়ের কোলে আসছে মেয়ে
   ছেলে মেয়েকে নিয়ে,
সবাই সবার সাজায় বাটি
   চুনের ফোঁটা দিয়ে।


কেনা কাটার চলছে পরব
     চলছে সাজার প্লান্
চারটে পোষাক নেবেনা খুকু
    করছে ঘ্যানর ঘ্যান।


শুধুই হিদুর নয়তো পূজো
   পূজো এখন সবার,
সবাই যে চায় উৎসবেতে
   আনন্দটা নেবার।


পূজো মানেই লম্বা ছুটি
   পূজো মানেই খুশি,
পূজো মানেই বেড়াতে যাওয়া
    মামা মাসি পিসি।