ঘুম ভাঙানোর সুপ্রভাতে
     গাইছে পাখি মধূর গান,
বাউলরে তোর একতারাতে
     বাঁধনা সুরের নতুন তান।


কুয়াশা চাদর জড়িয়ে বুকে
    শীতের আরাম পোহায় পৃথি,
সূয্যি মামা উদিয়ে উঠে
    রাঙিয়ে দিল যে তার  সিঁথি।


শালুক ফুলের হাজার শিখা
    আগুন ধরায় ঝিলের জলে,
কচুরি পানা কম যায়না
    ফুল ফোটাতে দলে দলে।


ঢ্যাম কুড়াকুড় বাজিয়ে ঢাকি
    নতুন ঢাকে তুলছে সুর,
পত্ পত্ পত্ পায়রা গুলি
    উড়েই পালায় কোন সুদূর।


মেঘেরা যেন খোস মেজাজি
    কখন সাদা কখন ভারি,
তাইগো বুঝি দূর্গা আসে
   নৌকো চড়ে বাপের বাড়ি।