সব সময়ে শুধুই পড়া খেলার সময় কই?
খেলার কথা বললে মাগো ধরতে বলো বই ।
সব সময়ে পড়লে মাগো ভীষন মাথা ধরে,
সহজ পড়া গুলেই ফেলি কীজানি কী করে।
যাইনি ক'দিন মামার বাড়ি বলতে তুমি পারো !
বলছো তুমি সেথায় গিয়ে পড়তে হবে আরো।
ঘরের মতো ওখানেও পড়তে যদি হবে-
মামাবাড়ির আনন্দটা বুঝবো তবে কবে?
ঘোরার সময় ঘুরতে দিলে খেলতে দিলে খেলা,
কম সময়ে বুঝব কেমন দেখবে পড়ার বেলা।
ছোটবেলা ছুটেই গেলে ছুটব কবে আমি?
পড়ার পাশে খেলা-ধূলা কম কী বলো দামি?