সাদা কুয়াশায় ঢাকা সূর্যের মুখ
দেখতে সে পায় নাযে পৃথিবীর দুখ।
চেয়ে থাকে তবু পৃথি সূর্যের পানে
পরম দেবতা রূপে তারে সে যে মানে।
পৃথিবীর এত প্রাণ সবই তারই সৃষ্টি
এত আলো, এত তাপ,  এত মেঘ, বৃষ্টি।
তাই সে যে চিরসখা সূর্যের সনে
দান আর প্রতিদানে চির বন্ধনে।
কুয়াশার ভেদরেখা নয় চিরস্থায়ি
সূর্যের ক্রূর তেজে হয় উদ্বায়ি।
আলো হেরি পৃথিবীর প্রাণে জাগে সাড়া
সখা ছাড়া চিরদিন সে যে দিশাহারা।