বড় লোকে বড় মাছের
    একটা মুড়ো খায়-
গরীব যারা চুনো চানার
    হাজার মুড়ো পায়।

বড়লোকে বাড়ির ভেতর
    টেবিল টেনিস খেলে-
গরীবেরা সবুজ মাঠে
    চরণ তাদের ফেলে ।

বড়লোকে  করছে  দেখ
    বাথিং ট্যাবে স্নান,
গরীব যারা তাদের আছে
    পুষ্করিনীর টান।

বিজলী বাতির ঝলকানিতে
    বড়লোকের রাত,
চাঁদের আলোর স্নিগ্ধতা দেয়
    গরীবদেরে সাথ।

বড়লোকের অনেক টাকা
   চিন্তা তারো বেশি,
ভাঙা ঘরে চাঁদের আলোয়
   গরীব,  মনে খুশি।