কম টাকাতে আনতে সুদিন
      ছাইছে বাজার ন্যানো,
সুদিন এলে অহং বোধে
      ভুলনা তারে যেন।


ক্ষুদ্র বলে তুচ্ছ জ্ঞানে
        নিওনা কেড়ে আসন,
এই ন্যানোতেই টলিয়ে দিল
     তিন দশকের শাসন।


এদিক থেকে ওদিক গিয়ে
     তৈরি হল বটে,
জন্ম নিয়ে ঘুরে ফিরে
     ফিরল আবার তটে।


চিন্তা কি আর কিনে তারে
     আরাম করে বসে-
চারজনেতে বিহারে যান
     গল্প দিয়ে কষে।