চাইতে গিয়ে পাহাড় প্রমাণ খ্যাতি কিংবা অর্থ-
বিফল হয়ে বিষণ মুখে বললে হলে ব্যর্থ ।
অন্তরে তাই থেকে থেকে হিংসা শুধুই জমে,
পরের যশে কাতর হয়ে একাগ্রতাই কমে।
সেই হতাশাই দেয়না তোমায় জিততে বাধা আরো-
নিজের মনে কেমনে তুমি এমন নিতে পারো?
ব্যর্থ কিনা সফল তুমি জানেন অন্তর্যামি
জীবন লাগে করতে প্রমান মধ্যে না যাও থামি।
হারা জেতার মধ্যে চলে ছোট্ট এ জীবন
জিতলে কিনা বলবে লোকে এলে যে মরন।
নিজের সবটা ভাল দিয়ে সর্ব চেষ্টা করে
খ্যাতির চেষ্টা চালানো চাই সারা জনম ধরে।
নয়তো দূরে জয়ের নিশান ডাকছে তোমায় ওই-
দ্বিধা ফেলে কাজের মাঝে আসছো তুমি কই?