বর্ষা আসে মেঘের ভেলায়
      হাওয়ার শ্রোতে ভেসে,
বর্ষা আসে চাতক ধরায়
      শ্বেত সে পরীর বেশে।


বর্ষা আসে বাদল মেঘে
      মাদল বাজে ওই-
ময়ূর নাচে তালে তালে
     ঠিক যেন তার সই।


বর্ষা এল ঝমঝমিয়ে
     নড়ল গাছের পাতা,
কবির মাথায় ছন্দ এল
     ধরল মেলে খাতা।


বর্ষা ধারায় মাধবীলতা
    আবার পেল প্রাণ,
বেল,  মাধবী, গন্ধরাজের
    গন্ধে মধূর ঘ্রাণ।
    
বর্ষা হলে মাঠ ভরল
    সবুজ শ্যামল ঘাসে,
ঘুঘু-শালিক-ফিঙে-কোকিল
    তারই আশেপাশে।


বর্ষা হল উষ্ণ তনু
     শীতল মনহরা,
শান্ত আকাশ,  শান্ত বাতাশ
     শান্ত হল ধরা।