জীবন যেন ফুলের বাগান
     সাজিয়ে তায় নিতে,
শিশু  কালের বেলা কাটে
    পড়ায় লেখনিতে ৷


কৈশোরেতে  আয় উপায়ের
     ভাবনা ভাবায় তাকে,
অদ্যাবধি লালন পালন
     বাবা মায়ের থাকে ৷


যৌবনে সে আয়ের টাকায়
     নিজের  সাথে সাথে ,
পিতা  মাতার দায়িত্ব ভার
      হৃদয়  মাঝে গাঁথে ৷


অর্থ যা আর উজাড় করে
      সন্তানাদির প্রতি,
না চায় কিছু , মানুষ করার
      মর্মে নিয়ে ব্রতি ৷


বার্ধক্যে আবার ফেরে
     শিশু  কালের বেলা,
কখন ছেলে মাথায় রাখে
     কখন হেলাফেলা ৷