গরমেতে হাঁস ফাঁশ
     নাই কোন ভাষারে
বৃষ্টির দেখা নাই
    এই ভরা আষাঢ়ে ৷


টুক টাক মেঘ এসে
    আশা দিয়ে যায়,
পরে যেই সরে যায়
    করি হায় হায় ৷


বীজ ধান হাতে চাষী
     আকাশেতে চেয়ে ,
দুনয়নে বারী ধারা
    পড়ে তার বেয়ে ৷


জানিনা সে প্রকৃতি
    এতটাই রুষ্ট ,
বুঝতেই চায় না
     মানুষের কষ্ট ৷


তাড়াতাড়ি এসো  ওগো
     মৌসুমি  বায় ,
পৃথিবীর জীবকূল
      তোমাকেই চায় ৷


এসে তুমি ঢেলে দাও
      ঝমঝমে বৃষ্টি ,
ঘুচে যাক বিধাতার
      সব অনাসৃষ্টি ৷