তুমি হাসছো ?
হাসো ! হাসো!!
আচ্ছা  বলোতো
প্রাণ খুলে কি হাসতে পারছো ?
জানি উত্তর দেবে,  'না' !!
কারণ মানুষের মানবিকতার মরণ
তোমায় বিস্মীত করে  ,
ভাবায় , তার লোভ- লালসা- হিংসার মতো
কূত্সিত মানসিকতার প্রকাশ সম্পর্কে ৷
তোমার চোখের সামনেই হয়
তোমার মা বোনের অপমান ;
তুমি শুনেছ, কত নিরীহ শিশুর
প্রান যায় আকস্মিক আক্রমণের কবলে ৷
তুমি অনুভব করেছ , রাজনৈতিক  বাদানুবাদে
রাস্ট্রের ক্রমাবনতি তলানিতে ৷
তোমার অবচেতন মন ডুগরে কেঁদে ওঠে
অগনিত নারীর সন্তানহারানোর বেদনায়, স্বামিহারানোর আর্তনাদে ৷
কিন্তু  তবুও __
তুমিও চুপ !! আমিও চুপ !!
আচ্ছা আমরা কি পারিনা
সমাজের এই কীটগুলির
স্বার্থান্বেষী মানুষ গুলির
মুখোশ খুলে দিতে ??  
পারিনা ওদের ওই
কালো বিষ দাঁতগুলি দুমড়ে দিতে!!
পারবো! বলো পারবো!!
আমাদের পারতেই হবে,
সমাজকে বিষ মুক্ত করে
আনতে হবে এক
নতুন যুগের সুপ্রভাত ৷