সুযোগটা পেলে কাকা অতিশয় আরামে
বিড়িতেই দেয় টান খানিকটা ব্যারামে৷
দু আঙুলে দিয়ে চাপ বিড়ি খান উঁচিয়ে
সজোরেতে টান দেন দাঁত মুখ খিঁচিয়ে ৷
হয়তোবা ভীড় বাসে নয়তোবা ট্রেনেতে
সবেতেই বিড়ি খান চাপ নাই ব্রেনেতে ৷
কেউ যদি বলে যানে বিড়ি খাওয়া যায়না
কাকা বলে থামো বাপু কেন করো বায়না ?
বলে তিনি মিছে ভাব টাকা দিই উড়িয়ে
আর যারা ধনী হয় তারা নেয় কুড়িয়ে ৷
টাকা দিয়ে হয় না যা বিড়িতেই হয়গো
বিড়ি দ্বারা বাঁধনের নাই কোন ক্ষয়গো৷
ক্ষতি টতি গুলি মারো ম্যাদমেদে শরীরে
হঠাত্‌ সেবনে এটা সুখ দেয় গভীরে ৷
ক্যানসার ফ্যানসার হয় যদি হোগগে
যতদিন বাঁচি যেন সুখে বাঁচি দুগগে ৷
এমন কাকারা আছে চারদিক ছড়িয়ে
নিজেদের ক্ষতি করে আমাদের জড়িয়ে ৷
এস তবে এক হই এনাদের বোঝাতে
প্রয়োজনে আইনেতে ভর দিই সোজাতে ৷