করোনা, তুমি না না করেও কিছু কম করনি!
প্রথম বিশ্বের শীর নত করে নামিয়েছ তৃতীয় স্থানে,
উন্নত হলেও এখনো পর্যন্ত তারা অনুন্নত পৃথিবীর নীচে,
দর্পচূর্ণ করেছ সেইসব দুর্নীতিবাজদের !
যারা কালোটাকায় চিকিৎসা নিতো আর ফুর্তি করত সে দেশে।
যারা বিশ্বকে নোংরা করে সবচেয়ে বেশী
দূষিত করত সবুজ পৃথিবী, বায়ুমন্ডল
আজ তাদের খেসারত দিতে হবে!


রাঙা যে পাখিটি খেলা করতো আমার বাগিচায়
সে আজ ফিরে এসেছে, ঠোঁটে তার নূতন সুর
অলিরা ফিরেছে, উড়ছে প্রজাপতি রঙিন ডানায়—
সমুদ্রে খেলছে নীলতিমি আর ডলফিন,
অপরূপ এ ধরনী যে শুধু মানুষের নয়!


করোনা, তুমি না না করেও কিছু কম করনি!


জাহাজ-উড়োজাহাজ, যান্ত্রিক দানব আজ স্তব্ধ,
কল-কারখানার কালোধোঁয়া কিছু কমেছে,
বড় শহরে কমেছে শব্দদূষণ, হাকঁডাক,
বিষাক্ত কেমিক্যাল মেরে ফেলেছে যে সব জলজ,
কিছু কমেছে তার প্রবাহ;
যারা প্রতিদিনই গত হতো সাধারন,
তারাইতো আসলে করোনার বলি
বেশি কিছু নয়তো করোনার হাতে!
জানি না কেন ম্যালথাসকেই
মনে পড়ে সবচেয়ে বেশী!


করোনা, তুমি না না করেও কিছু কম করনি!