-কি চাই?
-চাকুরী স্যার, চাকুরী।
-কে তুমি, এত দামী জিনিস চাও!
-স্যার আমি মানুষ!
-মানুষ! না না হবে না। আজকাল মানুষ মূল্যহীন!
  অবশ্য ইতিহাসে কখনোই ছিল না।
-স্যার আমি মাস্টার্স পাস করেছি।
-তা বুঝলাম। কিন্তু আর কি?
- কবিতা লিখি, ভালো প্রাইভেট পড়াতে পারি
-কবিতা…প্রাইভেট…না আমার চলবে না।
- স্যার দিন না প্লিজ, একটি চাকরী,
  জুতোর তলা খুইয়েছি অনেক আগেই
  এখন কেবল হাঁটু জোড়া বাকি!
  বাবা অসুস্থ,  ঔষধ কিনতে হবে,
  মেসের ভাড়া বাকি মাস তিন,
  প্রেমিকা গেল বলে!
  হতে হলে হবো চাকরও…
-হুম, বুঝলাম, তবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দাও।
- স্যার আপনি চাকরী দিলেই না তবে এক্সপিরিয়েন্স হতো!
- বটে! আলু বেচতে পারবে?
-আলু! কি বলছেন স্যার?
-হুম, তোমাকে আলুই বেচতে হবে। আলু বেচতে পারলে তবেই এসো।
-…দিন স্যার, দিন আলুই দিন! আলুই না হয় বেচলাম;


   গদ্যময় পৃথিবীতে জীবন ধন্য করি!