আমার রুমের জানলায় আছে একটি বন,
ঘন সবুজ উঁচুনিচু টিলা দিয়ে সাজানো,
প্রতিভোরে চোখ খুলে দেখি সেই প্রকৃতি;
গুল্মলতারা দোল খাচ্ছে মৃদু হাওয়ায় !
সন্ধ্যা তারাটি যখন জ্বলে উঠে পশ্চিম গগনে
যেন নিয়ম করে হাঁকে শেয়ালের দল !
কোন পথ নেই বন মাড়িয়ে যাবার
নেই কোন অনাহূত উৎপাত !
সে কেবল বিলিয়ে দেয় দম নেয়ার নির্মল বাতাস।
দূরে তাকালে দেখি মেঘালয়ের কালো পাহাড়
মেঘেদের সাথে তাদের নিত্য মিতালী;
মণিপুর আর মেজোহিল চেয়ে রয় নিরবে।
মাঝে মাঝে মনে হয় রয়েছি আলুটিলা
আর লুংগুদু পাহাড় শ্রেণীর কোনখানে যেন !
মানসপটে ভাসে আমার হিল চাদিগাঙ!
                          
১৪ই জুন, ২০২০
বরাক ভ্যালী, আসাম