আমি মানি না--
শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল,
তারা গরীব, তারা খেতে পায় না; ভাল জামা নেই পরার…
নিম্ন বা নিম্ন মধ্যবৃত্তের জীবন তাদের;
শিক্ষিত যে মানুষ, সে তো শিক্ষার আলো ছড়িয়ে দিয়েই জীবিকা অর্জন করে,
সৎ যে মানুষ, তাকে সমাজের মানুষরাই দান করে জীবিকা,
আর যে আদর্শবান, সেই তো মানুষের নেতা, উপরে তার স্থান!
এ তিন গুন যে মানুষের আছে, তাকে ফেরেস্থা ছাড়া আর কি বলা যায়?
সে সূর্য সন্তান সমাজের আলো, তাদের সমাজ অনেক উন্নত ধনে-মনে এই পৃথিবীতে,
যারা বলে শিক্ষা, সততা আর আদর্শবানরা গরীব, আমি মানি না!
এ নির্জলা মিথ্যা, গৎ বাধা ভুল ধারনা, প্যান প্যনানি…
শিক্ষা, সততা আর আদর্শ নেই বলেই আসলে আমরা গরীব
শিক্ষা, সততা আর আদর্শ নেই বলেই, আমরা খেতে পাই না !
শিক্ষা, সততা আর আদর্শ নেই বলেই আমরা এখনো মানুষ হতে পারিনি।