অর্ধেক জীবন কাটলো বাস্তবে,
বাকী অর্ধেক ভার্চুয়াল;
ইচ্ছে হলেই আমি পরিভ্রমণ করি
হাতের কাছেই মুঠোফোন, ইন্টারনেট;
আমেরিকা থেকে ইউরোপ,
এশিয়া থেকে আফ্রিকা—
সমুদ্র থেকে অন্তরিক্ষে, সবখানেই
আমাদের অবাধ বিচরণ,
চক্ষু দুটি পরিশ্রান্ত,মন হয়নি ক্লান্ত,
সত্যিই কি মন ক্লান্ত হয় না?
মনবিহার, মানসভ্রমন বা দিব্যদৃষ্টির
সময় হয়েছে কি?
ইউটিউব খুলে মাঝে মাঝে ভাবি
কোথাই ঘুরতে বেরবো আজ!
দুনিয়া দেখার আর কিছু আছে কি বাকী?
কবি সুকান্ত, স্বামী বিবেকানন্দ বা যিশুক্রিস্ট
অনেকেই বয়সে ছোট হয়েছে;
চলে যাবার দিন এগিয়ে আসে ক্রমশ…
আমি নিজেকে গুছিয়ে নিয়েছি
কেননা সব সময় তো প্রস্তুত থাকতে হয়!
হৃদয়ের গভীরে শক্তি ধরে রাখতে হবে,
অনন্তকালের শেষ যাত্রায় শামিল হতে হবে তো…