বৃষ্টি ঝড়ে অঝোড় ধারায়,
মেঘেদের দেশ হতে;
সবুজ পাতারা দোল খায়,
                 হাওয়ায় আর বাতাসে;
সজিব পাহাড় বলে আয় আয়,
অনেক কথা জমেছে হৃদয়ে।


শুধু তুমি নেই পাশে, বনলতা।


প্রকৃতি আজ মেতেছে জলোৎসবে,
পাখিরা নিরাপদ আশ্রয়ে;
কর্ণকুহরে শুনি ঝর্নার সুমধুর গান,
গেয়ে চলে নেচে নেচে;
বনের ময়ূর হয়তো মেলেছে পেখম,
                কেকা কেকা রবে।


শুধু তুমি নেই পাশে, বনলতা।


তবে সে আমি নই, যে হৃদয় খুঁড়ে
বেদনা জাগায়
তুমিও তো সে নও, যে কথা বলে আকাশে
মেঘেদের আড়ালে
রাঙা রাজকন্যাদের মতন সুন্দরী তুমি
অপরূপ অস্পরা।


অধিকার দিয়েছি তোমায়, দাও ব্যথা, দাও দোলা;
আমার হৃদয়ে তোমার আসন চীরস্থায়ী-- বনলতা।