নীল আকাশের নীচে শুভ্র মেঘ,
গাছে ফুটেছে শিমুল, পলাশ;
লাল-হলুদে রঙিন তরুন হৃদয়।
বসন্তের এমন দিনই বুঝি বা
মানুষ হত্যার পক্ষে দারুন!
না হলে আজ সুবেহ সাদিকেই
কেন রাশিয়া আক্রমন করবে ইউক্রেনকে?
আজ থেকেই শুরু হলো মানুষ হত্যার হোলীখেলা!
কোথাই স্বাধীনতা বা সার্বভৌমত্ব!?
মিছে সব, বেকার বসে জাতিসংঘ;
চারদিক এখন ক্ষেপনাস্ত্র, মিশাইল, রকেটের গর্জন
মেয়াদ শেষ হতে যাওয়া বোমাগুলোর পরীক্ষন!
অমূল্য প্রাণ হত্যা করে মূল্যহীন বোমা।
ধীর পায়ে এগোয় ৩য় বিশ্বযুদ্ধ…
তবু আমরা অবুঝ,
আশা আছে বেচেঁ থাকবার।