জানি তুমি এসেছিলে এই দিনে,
আষাঢ়ের ঘনঘোর বৃষ্টি নিয়ে,
কাঠফাটা রোদ্দুরে তীব্র দাবদাহে যখন;
চাতকের মতোই পৃথিবী তৃষ্ণার্থ তখন।
তুমি নিয়ে এলে শীতল সঞ্জিবনী,
মাতা-পিতার পরিবারের স্তম্ভ চতুর্থী;
আজ তোমার জন্ম দিন প্রিয়া,
কদম ফুঠেছে মেলে দেখ হিয়া,
সবুজ সজিব পত্র পল্লবে এসেছে আলো,
রয়েছে বাকী, আর কিছু সুধা ঢালো।
গেছে যে দিন ভালোই গেছে
আসছে যে দিন ভালোই যাবে
মনে প্রাণে এই শুধু কামনা
আজ তোমার জন্ম দিন প্রিয়া।