ভিসি যায়, ভিসি আসে,
যে ভিসি নির্যাতন করে, বোমা মারে!
সে কি বেশী দিন থাকতে পারে?
সুতরাং, ভিসি চলে যায়, নতুন ‍ভিসি আসে,
পুরোনো বোতলে আবার নতুন মদ!


টেন্ডারবাজী, চাঁদাবাজী, অনিয়ম, দুর্নীতি
সেই আগেরই মতন...
এক দফা, এক দাবী, পদত্যাগ;
সেই আগেরই মতন...


বৃথা যেন সব আন্দোলন-সংগ্রাম।


হে তরুন, হে নূতন নওজোয়ান,
এবার কর পরিবর্তন আনার আন্দোলন,
মূলে আঘাত হানো, শেখড়ে,
গোড়ায় গলদ যেখানে;
সিস্টেমে, ব্যবস্থায়, সমাজের নীতিতে...


দৃঢ় মনোবল রাখো স্টামিনা সাথে,
মনে রেখ শুধু, বিষ নিঃশেষ করে
সমাজের বৃক্ষটিকে বাঁচিয়ে রাখতে হবে।