উড়ান ভরেছি আজ দূর আকাশে
মনে আঁকা মাটির ঠিকানা ,
কেমনে মানিয়ে নেব তারে কে জানে
ভাসা ভাসা সবই অচেনা।


সমাজ আওয়াজ তোলে
কান পাতা দায়,
তবুও যেতেই হবে
দূর  ঠিকানায়।
আনমনা সুলোচনা
হাত ছেড়ে দাও,
এখন বান্ধবী তুমি
ঘরে ফিরে যাও ।
কেন শুধু কর যাদু
ভ্রান্তি বিলাশে,
আমি কি চির বাসী
রব প্রবাসে!


মন চায় নিয়ে যাই দূর বহু দূর...,
সাজিয়ে মনের মতো
মনে রং আছে যতো,
এখন পারিনে, তবু আশা ভরপুর।


সেদিন গড়িয়ে দেব পায়ের নুপুর,
পরিয়ে শঙ্খবালা সিঁথিয় সিঁদুর।