ক্ষমতা ভোগের শান্তি পূর্ণ সহাবস্থান আর কাকে বলে!
অগ্নিমূল্য বাজারদর ,
ডামাডোলের বাজারে ভুক্তভোগীদের জন্য দরদের প্রতিযোগিতা ।
একে অন্যের ঘাড়ে অবলীলায় দোষ চাপায়,
সবাই সব বুঝতে পারে
আর ভালোভাবেই জানে ,খাবার দাঁত আর দেখাবার দাঁত আলাদা।


খুনের আসামী মন্ত্রী, বিশ্বজালী বিধায়ক,
তবু ওঁদেরই সফরের জন্য জেড নিরাপত্তা ,
মার্ক্সবাদ-কমিউনিজম থেকে কামিয়েনিসবাদ,
তার থেকে মারকুটেবাদ-এ উত্তরণ হয়েছে ।


ক্ষুধা অনাহারের জন্য প্রতিবাদ বিক্ষোভ চলবে না,
প্রতিবাদ বিক্ষোভ দেখলেই বহুল ব্যাবহৃত বানী,
-সব জায়গায় রাজনীতি করবেন  না।


তাহলে রাজনীতি কোথায় চলবে!
খুনের চক্রান্তের জন্য ?
অন্যকে ল্যাং মারার জন্য ?
তবে একে রাজনীতি আখ্যা দিয়ে লাভ কি?
যা ভালো কাজের জন্য করা যায় না।
এ তো মধুর শিশিতে বিষ।


অশিক্ষিত গ্রামীন সমাজকে বোকাবানিয়ে
আর কত দিন চালাবে?
সাম্রাজ্যবাদের জুজু দেখাতে দেখাতে তো,
এক নয়া সাম্রাজ্যবাদের  আমদানি করেছ ।


হে বঞ্চিতজন,
সবুর কর,ধীরজ হারিও না।
ইতিহাস যোগ্য শিক্ষা দিয়ে ভবিষ্যতের পথ দেখাবে।
ভবিষ্যত ইতিহাস লিখবে নতুন করে ।
সেদিনের আর দেরী নেই।


ঐ শুনি প্রতারিত বঞ্চিতদের
বিধ্বংসী তরঙ্গোচ্ছ্বাসের বার্তা ।
অচিরেই ভাগীরথী তীরের সাজানো উপনিবেশ
ভেঙ্গে গুঁড়িয়ে,
খড়কুটোর মতো নিমজ্জিত  হবে সাগর গহ্বরে ।