একটি জনপ্রিয় সুরেলা হিন্দী গান ,সত্যি হৃদয়ে দোলা দেয়। ভাবলাম এর বাংলা গীত রূপ কেমন হয়।তারই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি ভালো লাগবে।



হিয়া দোলে, কেন দোলে জানিনা।
মন বলে, কেন বলে জানিনা।


নদীরে শুধায়েছিনু ত্বরিত কোথা যাবে,
কোন সে সিন্ধুর বুকে নিজেরে বিলায়ে দেবে,
উছল তরঙ্গে গেয়ে, কোন বাধা মানি না।
তোমারে ছোঁওয়ার লাগি
হিয়া দোলে,
হিয়া দোলে, কেন দোলে জানিনা।


মেঘেরে শুধায়েছিনু, কোথা যাইও ভেসে
কোন সে পাহাড় বুকে লুটাবে হেসে হেসে,
বরষা নূপূর ধ্বনি বিজন ভূম আঙ্গিনা।
আমিও মেতেছি যেন
মন বলে,
মন বলে,কেন বলে জানি না।